March 23, 2024

Fleeting time...

 


Through time's maze, 
Where moments are but whispers,
The grand tapestry of existence, 
Reveals its enigmatic verses.
Amidst this splendor, 
I find myself bewildered,
For you, my inspiration, 
Have drifted away, and I am left deserted.

The transient flame of life dances, 
Casting profound silhouettes,
And here I stand, A lone figure, 
Drenched in a downpour of regrets.
How swiftly the hours slip through my grasp, How they elude,
As you, my cherished one, 
Become a mirage, in solitude subdued.

The orchestra of life 
Plays a bittersweet symphony, 
A blend of laughter and tears,
I watch you depart, an ethereal figure, 
Stirring the deepest of my fears.
Yet in this storm, 
I pledge to hold dear every fleeting instant, 
In honor of you.

As you dissolve into the embrace of the nocturnal sky,
Your spirit endures, 
A radiant beacon in the celestial high.
Within this boundless realm, 
Where aspirations take wing,
Your memory I will safeguard, 
My treasured being.

For though life's breath may be brief, 
A mere murmur in the wind,
In the sanctuary of my heart, 
Your essence is forever pinned.
Even as you traverse realms unseen, 
Out of earthly view,
Within the hallowed confines of my soul, 
You remain, ever true...

March 21, 2024

গোধূলি বৃষ্টি...

 

পকেটে লুকিয়ে রাখা গোপন কথা
স্মৃতি বিজড়িত ম্লান সন্ধ্যাবেলায়, 
হারিয়ে যায় মুঠো গলে, বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায়, 
ছায়ার আড়ালে।

তুমিও নিঃশব্দে উধাও হয়ে গেছো, 
সাঁঝের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতোন, 
ফিসফিস বিদায়, মরিচা পড়ে ভালোবাসায়, 
কাঁচের ওপর বৃষ্টির ফোঁটার ন্যায়, 
আমাদের পথগুলো ভিন্ন হয়, 
সায়াহ্নের আলিঙ্গনে সমাপ্ত হয় গল্প

তবুও বৃষ্টি আমাদের জন্য কাঁদে, 
তার অশ্রু নিরবে গড়ায়, 
রাত নামার সাথে সাথে হৃদয় ভেঙ্গে যায়, 
তখনো হয়তো কোথাও, কুয়াশায়, 
স্থির থাকে আশা, নবায়নের প্রতিশ্রুতি।

তাই বৃষ্টি পড়ুক, 
মুছে যাক কষ্ট, গোধূলির নিস্তব্ধতায়, 
আমরা আবারও খুঁজে নেবো প্রেম, 
প্রতিটি হারানো মুহুর্ত, প্রতিটি অশ্রুপাত, 
বৃষ্টির ফোঁটায় হয়ে যাবে কবিতা, 
শুরু হবে আরেকটা গল্প।।

March 12, 2024

সম্পর্ক ২০২৪...

 


মহাকালের অবিরাম পদচারণায়,
যেখানে মোমের আলো ম্লান হয়ে যায়,
কালি ও পাতার শুষ্কতায় গড়ে উঠে বন্ধন,
একই ছাদের নিচে, অথচ তুমি ও আমি একা।

উঁচু ভবনে এবং পাথরের রাস্তায়,
পরিচিত মুখ পাশ কাটিয়ে যায়, 
দৃষ্টি ঝাপসা, তাড়াহুড়োয়, হাতের স্পর্শ,
উপস্থিতিতে অনুভূত, এক নরম আলিঙ্গন।
নীরব চিৎকারে হতাশা জমা হয়,
ভিড়ের মধ্যে কিংবা একাকী স্বপ্নে,
যেখানে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় ভার্চুয়াল হলে,
টেক্সট প্রতিস্থাপন করে হৃদয়ের আহ্বান।

ওয়েবের টানা বুননে সম্পর্কের চাপ,
সময়ের স্রোতে ভালবাসা ভেসে যায়,
ভাগ করা মুহূর্ত থেকে, যা এখন দুর্লভ,
তবুও আরো বেশি পাবার জন্যে, 
নিজেদের হৃদয় ফিরিয়ে নিই।
দূরত্ব বাড়ে, মাইলে নয় বরং চিন্তায়,
সমাজ দৌড়ায়, শান্তি খোঁজা হয়,
লাইক, শেয়ার, এবং দৃষ্টিপাতের কোলাহলে,
 ভুলে যাই তুমি ও আমি একে অপরের সম্পূরক।

এভাবে আমরা দাঁড়িয়ে থাকি, একত্রে, তবুও পৃথক,
আধুনিক যুগের চার্টে,
বাজ এবং বীপের মধ্যে সান্ত্বনা খুঁজি,
সংযোগ ঘটেনা, কেবলি হয় কথা বিনিময়।।

March 09, 2024

Lost Addresses...



Amid life's labyrinth, I tread astray,
Seeking solace where fate's winds sway.
Rain-washed ink, memories fade,
Lost echoes, untethered, cascade.

The postman sighs, "No more reside,"
Addresses rewritten, love implied.
Once vivid, now whispers plea,
Bartered glances, clandestine decree.

Ink-infused letters, hearts once fused,
Comet's reply, love's gentle muse.
Safeguarded in sanctuary's grace,
Where love blooms beyond time's space.

Final missive, skyward quest persists,
Ink celestial whispers, love exists.
"Wherever you are," grace inscribed,
Cosmic compass roams, love's guide.