March 21, 2024

গোধূলি বৃষ্টি...

 

পকেটে লুকিয়ে রাখা গোপন কথা
স্মৃতি বিজড়িত ম্লান সন্ধ্যাবেলায়, 
হারিয়ে যায় মুঠো গলে, বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায়, 
ছায়ার আড়ালে।

তুমিও নিঃশব্দে উধাও হয়ে গেছো, 
সাঁঝের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতোন, 
ফিসফিস বিদায়, মরিচা পড়ে ভালোবাসায়, 
কাঁচের ওপর বৃষ্টির ফোঁটার ন্যায়, 
আমাদের পথগুলো ভিন্ন হয়, 
সায়াহ্নের আলিঙ্গনে সমাপ্ত হয় গল্প

তবুও বৃষ্টি আমাদের জন্য কাঁদে, 
তার অশ্রু নিরবে গড়ায়, 
রাত নামার সাথে সাথে হৃদয় ভেঙ্গে যায়, 
তখনো হয়তো কোথাও, কুয়াশায়, 
স্থির থাকে আশা, নবায়নের প্রতিশ্রুতি।

তাই বৃষ্টি পড়ুক, 
মুছে যাক কষ্ট, গোধূলির নিস্তব্ধতায়, 
আমরা আবারও খুঁজে নেবো প্রেম, 
প্রতিটি হারানো মুহুর্ত, প্রতিটি অশ্রুপাত, 
বৃষ্টির ফোঁটায় হয়ে যাবে কবিতা, 
শুরু হবে আরেকটা গল্প।।

No comments:

Post a Comment