বৃষ্টিভেজা পথ ধরে নিঃসঙ্গ পায়ে হাটিনা বহুদিন!সেই কবে-শৈশবে, কৈশোরে, নাকি যৌবনে?একফালি বরষায় ধুয়েছিলাম সর্বশরীর,ঝরঝরে আরণ্যক অনুভূতি - পড়েনা মনে।স্মৃতির ক্যানভাস জুড়ে আধিপত্য এখন ধুলোর।ক্রমশঃ ফিকে হয়ে গেছে যদিও শৈশবের মায়ের ঘ্রাণ,কৈশোরের স্বপ্নীল আকাশ, যৌবনের তুফান প্রেম,আজও বেঁচে আছি এক আশ্বস্ত নিঃশ্বাস নিয়ে বুকে-বৃষ্টিভেজা পথ ধরে হেঁটে যাব একদিন,মৌন সারিবদ্ধ বৃক্ষদের নীচ দিয়ে,শেষ প্রান্ত পর্যন্ত অবিরাম।।
No comments:
Post a Comment