December 31, 2024

রাত নামে...




রাত নামে
অলৌকিক শূন্যতায়।
বাতাসের ফিসফিস জানালার কাছে, 
কুয়াশার চাদরে ঢাকা অশরিরী কেউ পায়চারি করে,
একাকীত্বে নিমজ্জিত আমায় আঁকড়ে ধরে।

রাত নামে
মোমবাতি বিষণ্ন জ্বলে, 
ছায়ারা নাচে দেয়ালে, অদ্ভুতভাবে, ভয়াবহ স্বপ্নের মতোন।
ঘড়ির কাঁটা ধীরে চলে, প্রতিটি টিকটাক শোকের নিঃশ্বাসের মতো শোনায়,
স্মৃতিগুলো ম্লান থেকে ম্লানতর হয়ে যায়।

রাত নামে
এক মগ কফি, কবিতা, 
দীর্ঘশ্বাস নোনাজলে ভাসে।
বাইরের জগৎ, হিমশীতল, নিস্তেজ ও শূন্য, 
ভেতরের অন্ধকার প্রতিফলিত হয় একটা আয়নায়।

রাত নামে 
এক টুকরো চাঁদ, ফ্যাকাশে ও দুর্বল 
আকাশে ভেসে যায়,
দীর্ঘ ছায়া ছুঁড়ে মারে, সন্ত্রস্ত আশা আঁধারে লুকায়।

রাত নামে 
এবং নীরবতা, গভীর ও বিশাল, সর্বত্র ছড়িয়ে পড়ে,
নিঃসঙ্গতা প্রতিধ্বনিত হয় বারেবারে চারিধারে।।

No comments:

Post a Comment